• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

উইটসার চেয়ারম্যান অ্যাওয়ার্ড সম্মাননা পেলো এটুআই

প্রকাশিত: ১০:১৬, ১৫ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
উইটসার চেয়ারম্যান অ্যাওয়ার্ড সম্মাননা পেলো এটুআই

তথ্যপ্রযুক্তির অন্যতম বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড টেকনোলজির (ডব্লিউসিআইটি ২০২২) দ্বিতীয় দিনে ‘উইটসা অ্যাওয়ার্ড নাইট’ এ এস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প ‘ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক’ প্রকল্পের জন্য  উইটসার চেয়ারম্যান অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। বিশ্বজুড়ে ১৬৫ টি প্রকল্পের মধ্যে এটুআই এর ‘ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক’ ও ‘কোভিড-১৯ ন্যাশনাল ড্যাশবোর্ড’ বিশ্ব সেরার খেতাব অর্জন করে।

১৪ সেপ্টেম্বর বুধবার মালয়েশিয়ার পেনাং এর সেটিয়া স্পাইস কনভেনশন সেন্টারে ‘উইটসা অ্যাওয়ার্ড নাইট’ এ এটু্‌আই এর  ‘ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক’ প্রকল্পটি ডিজিটাল গর্ভন্যান্সে এবং ‘কোভিড-১৯ ন্যাশনাল ড্যাশবোর্ড’ ইনোভেটিভ ইহেলথ সল্যিউশনস অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এই  সম্মাননা অর্জন করে। উইটসার চেয়ারম্যান ইয়ানিস সিরোস এর হাত থেকে ‘উইটসা অ্যাওয়ার্ড নাইট’ এ এটু্আই’র প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সম্মাননা গ্রহণ করেন।

দেশের ৫২ হাজার অফিসের তথ্য ও প্রায় হাজার খানেক ডিজিটল সার্ভিসের কেন্দ্রবিন্দু এই জাতীয় তথ্য বাতায়ন। বাতায়নটি তৈরীতে বেসিসসহ নানান ধরণের ব্যক্তি ও প্রতিষ্ঠান ভূমিকা রেখেছে। তথ্য ও সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০১৫ সালে এটি জাতিসংঘের ITU এর WSIS পুরস্কারে পায় এবং ২০১৭ সালে যুক্তরাজ্য-ভিত্তিক আন্তর্জাতিক পুরস্কার ‘দ্য প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড’ও পেয়েছিল।

উইটসা অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে উইটসার চেয়ারম্যান ইয়ানিস সিরোস, দ্য ন্যাশনাল টেক অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (পিকম) এর চেয়ারম্যান ড. সিন সিয়াহ, উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান ও বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার পেনাং স্টেট এক্সকো ফর ট্যুরিজম অ্যান্ড ক্রিয়েটিভ ইকোনমি এর সভাপতি ইয়েউহ সুন হিনসহ অন্যান্য অতিথিরা মঞ্চে উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা) প্রতিবছর এই পুরস্কারের আয়োজন করে থাকে। বিশ্ব তথ্যপ্রযুক্তি খাতে একে সম্মাজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। দেশে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) তথ্যপ্রযুক্তি খাতের বিশ্ব সংগঠন উইটসার একমাত্র সদস্য। তথ্যপ্রযুক্তিতে বিশেষ ভূমিকা পালনকারী বিভিন্ন প্রকল্পকে উইটসার এই বিশ্ব সম্মাননার জন্য প্রতিবছর বিসিএস মনোনয়ন দিয়ে থাকে।

বাংলাদেশের সাফল্যে অভিনন্দন জানিয়ে উইটসার চেয়ারম্যান ইয়ানিস সিরোস বলেন, তথ্যপ্রযুক্তিতে খাতে সাফল্যের সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উইটসা অ্যাওয়ার্ড অর্জনের জন্য আমি এটুআইকে অভিনন্দন জ্ঞাপন করছি। বৈশ্বিক এই সংকটময় মুহুর্তে প্রযুক্তির উৎকর্ষতা আমাদের সমস্যা মোকাবেলার হাতিয়ার হিসেবে কাজ করবে বলেই আমার বিশ্বাস।

উইটসা অ্যাওয়ার্ড অর্জন প্রসঙ্গে বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, বিসিএস প্রযুক্তি সংগঠনগুলোর অভিভাবক হিসেবে বরাবর কাজ করে আসছে। দেশের উদ্ভাবন এবং কার্যকর প্রকল্পকে উইটসার কাছে ঠিকমতো উপস্থাপন করা হয়েছে বলেই আজ আমরা সফলতা অর্জন করেছি। দেশের প্রযুক্তি খাতকে বিশ্বে সমাদৃত করতে বিসিএস সবসময় কাজ করে আসছে এবং আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2