• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অ্যাপ Central Equipment Identity Register বা CEIR

ফোন হারালে লোকেশন মুহূর্তেই জানাবে এই অ্যাপ

প্রকাশিত: ১২:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
ফোন হারালে লোকেশন মুহূর্তেই জানাবে এই অ্যাপ

স্মার্টফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্দ অংশে পরিণত হয়েছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত অধিকাংশ কাজের সাথেই স্মার্টফোন জড়িত। 

আজকাল অফিস, আদালত, ব্যাংক, বীমা সহ বিভিন্ন কাজ ঘরে বসে মোবাইলেই সম্পন্ন করেন অনেকেই। ডিজিটাল লেনদেনে অনেক সময়ই পাসওয়ার্ড, মেইল আইডিসহ নানান স্পর্শকাতর তথ্য ফোনে ইনপুট দিতে হয়। অনেক সময়ই এসব তথ্য ফোনে সংরক্ষিত হয়ে যায়। 

সামাজিক মাধ্যম ব্যবহার করা অনেক ই কমার্স ব্যবসা পরিচালনা করা হয়। এসব ব্যবসা চালাতে অনেক সামাজিক মাধ্যমে গ্রুপ পরিচালনা করা হয়।  
হঠাৎই যদি আপনার এই গুরুত্বপূর্ণ ফোন হারিয়ে যায় তাহলে মহাবিপদ। ফোন হারিয়ে গেলে এসব ক্রিডেনশিয়াল সহজেই রিকোভার করা সম্ভব নয়।  

এই সমস্যার সহজ সমাধান এবার আপনার হাতের নাগালেই। চাইলেই একটি অ্যাপস-এর মাধ্যমে আপনার হারানো ফোনের লোকেশন জানতে পারবেন। 

ভারত সরকারের টেলিকমিউনিকেশন দফতর এমন একটি মোবাইল অ্যাপ ডেভেলপ করা হয়েছে, যার নাম সেন্ট্রাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (Central Equipment Identity Register বা CEIR)। ফোন হারিয়ে গেলে সিম কার্ড ব্লক, থানায় অভিযোগ দায়ের এসবের পরেও সরকারি অ্যাপ Central Equipment Identity Register বা CEIR ডাউনলোড করে নিন। 

সাধারণত আমাদের ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে আমরা স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করে আসি। তার পরবর্তী কাজটি আমাদের হয়, ফোনে একটি বা দুটি সিম থাকলে সেই সিমগুলি ব্লক করা। এছাড়াও, যদি আপনার ফোনে নিজের সিম ঢুকিয়ে ব্যবহারের চেষ্টা করলে, তিনি তা ব্যবহার করতে পারবেন না। কারণ, আপনি অভিযোগ জানিয়ে তার আগেই ডিভাইসটি নিষ্ক্রিয় করে ফেলেছেন। তার ফলে আপনার ফোনে আর কোনও পরিষেবা কাজ করবে না।

কোনও কারণবশত যদি আপনার ডেটা বা ফোন যা আপনার নামে রেজিস্টার করা রয়েছে, তা যদি হারিয়ে বা চুরি হয়ে যায় তাহলে সেটি আপনার পক্ষে খুঁজে পাওয়া দুষ্কর হতে পারে। সেক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনি একটি কমপ্লেইন্ট রেজিস্টার করতে পারেন আপনার হ্যান্ডসেটটি ট্র্যাক করতে।

এই অ্যাপের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচারটি হল, এটি আপনার হ্যান্ডসেটের অ্যাক্সেস ব্লক করতে সাহায্য করে। DoT বা কেন্দ্রের টেলিকমিউনিকেশনস দফতর বলছে, এমনকি সিমটাও যদি কেউ বদলে থাকে, তাতেও তার অ্যাক্সেস ব্লক করা যাবে।
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2