গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার; বেড়েছে সিমের দাম
প্রকাশিত: ০৭:১৯, ১৯ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ০৭:২০, ১৯ সেপ্টেম্বর ২০২২

অবশেষে সিম বিক্রির সুযোগ পেলো গ্রামীণফোন। অপারেটরটির ওপর সিম বিক্রিতে যে নিষেধাজ্ঞা ছিল, তা আংশিকভাবে প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অপারেটরটি পুরোনো সিম বিক্রি করার সুযোগ পেলেও নতুন সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে রেগুলেটরি কমিশন বিটিআরসি।
কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গ্রামীণফোনকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনার পর গ্রামীণফোনের ওয়েবসাইটেও এখন সিম বিক্রি সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে। নিষেধাজ্ঞা শুরুর পরে গ্রামীণফোনের ওয়েবসাইটে সিম কেনার সেকশনে গেলে “No Matching Product Found” লেখা আসত। কারণ তখন সিম বিক্রি বন্ধ ছিল। কিন্তু এখন জিপির ওয়েবসাইটে সিম সেকশনে গেলে আবারও সিমের বিভিন্ন বর্ণনা দেখা যাচ্ছে। এমনকি অনলাইনে সিম অর্ডার করার অপশনও চালু হয়েছে।
তবে সিম বিক্রি স্থগিত হওয়ার আগে নতুন গ্রামীণফোন সিমের দাম ছিল ২০০ টাকা। কিন্তু এখন থেকে নতুন জিপি সিমের দাম হচ্ছে ৩০০ টাকা। গ্রামীণফোনের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে এই তথ্য দেখা গেছে।
বিভি/এসআই
মন্তব্য করুন: