একসঙ্গে মহাকাশে পাড়ি দিলেন রাশিয়া-যুক্তরাষ্ট্রের নভোচারী

সাম্প্রতিক বিভিন্ন কারনে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্কের তিক্ততা বেড়েছে। এরই মধ্যে বুধবার (২১ সেপ্টেম্বর) একসঙ্গে মহাকাশে গেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নভোচারীরা।
সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ক্যাপসুল ব্যবহার করে কাজাখস্তানের মহাকাশ ঘাঁটি থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন নাসার আমেরিকান নভোচারী ফ্রাঙ্ক রুবিও, রাশিয়ার দুই নভোচারী সের্গেই প্রোকোয়েভ এবং দিমিত্রি পেতেলিন।
জানা গেছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপের অন্যান্য নভোচারীদের সঙ্গে ছয়মাস আর্ন্তজাতিক মহাকাশ স্টেশনে থাকবেন তারা।
চলতি বছর রাশিয়া আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন থেকে নিজেদের সড়িয়ে নেওয়ার ঘোষনা দেয়।
সূত্র: সিএনএন
বিভি/এসআই
মন্তব্য করুন: