• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নয়াদিল্লিতে স্টিয়ারিং হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউরোপে চলছে গাড়ি, কিভাবে?

প্রকাশিত: ১৭:২৭, ১ অক্টোবর ২০২২

আপডেট: ১৭:৩০, ১ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
নয়াদিল্লিতে স্টিয়ারিং হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউরোপে চলছে গাড়ি, কিভাবে?

ছবি: নয়াদিল্লিতে স্টিয়ারিং হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র (আনন্দবাজার) মোদী, ইউরোপে চলছে গাড়ি

ভারতে ফাইভজি সেবা উদ্বোধনের প্রথম দিনেই দিনেই চমক দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের নয়াদিল্লিতে বসে ফাইভ জি নেটওয়ার্কে ভর করে ইউরোপের রাস্তায় গাড়ি চালালেন প্রধানমন্ত্রী। ভিডিওতে দেখা যায়, সুইডেনে একটি নির্দিষ্ট রাস্তায় ছিল গাড়িটি। নয়াদিল্লি থেকে স্টিয়ারিং ঘুরিয়ে সেই গাড়িটিকে কিছু দূর এগিয়ে নিয়ে যান মোদী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মাধ্যমে দেশের নির্দিষ্ট কয়েকটি শহরে চালু হল ফাইভ জি পরিষেবা। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

সেখানে একটি বুথে বসে ইউরোপের রাস্তায় থাকা একটি গাড়িকে টেস্ট ড্রাইভ দেন তিনি। ফাইভ জি পরিষেবার মাধ্যমে ওই গাড়িটি নিয়ন্ত্রণ করা হচ্ছিল নয়াদিল্লি থেকে। সেই ভিডিও টুইট করেছে প্রসার ভারতী।

সেই ভিডিও টুইট করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীয়ূষ গয়ালও। পাশাপাশি, তিনি লিখেছেন, ‘ভারতের ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করে নয়াদিল্লিতে বসে ইউরোপের রাস্তায় গাড়ি চালালেন নরেন্দ্র মোদীজি।’

এশিয়ার বৃহত্তম প্রযুক্তি মঞ্চ ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। এ বার পা দিয়েছে ষষ্ঠতম বছরে। শনিবার থেকে চালু হয়েছে ওই কংগ্রেস এবং তা চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। সেই মঞ্চ থেকেই দেশের ১৩টি শহরে ফাইভ জি পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2