দেখে নিন গ্রাহক পছন্দের শীর্ষে কোন স্মার্টফোন!

ফ্যাশন কিংবা প্রয়োজনে স্মার্টফোন পরিবর্তন নিয়মিত ঘটনা। আপটুডেট সুযোগ সুবিধা পেতে মুখিয়ে থাকেন ব্যবহারকারীরা। তাই কোন ফোনের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট মানেই ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন।
জিএসএম অ্যারেনার বর্তমান টপ টেন বাই ডেইলি ইন্টারেস্ট এর তালিকায় দেখা যায়, পঁয়ত্রিশ হাজারেরও বেশি ডেইলি হিটে তালিকায় প্রথম স্থানে অ্যাপল আইফোন ১৪ ম্যাক্স প্রো, ২য় স্থানে স্যামসাং এর স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফাইভজি, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে গুগল পিক্সেল ৭ প্রো, শাওমি সিভি২ এবং স্যামাসং গ্যালাক্সি এ৫৩ফাইভজি।
টপটেন বাই ফেনস ক্যাটগরীতে প্রতিদিন ১২ হাজারেরও বেশি হিটে তালিকার প্রথম স্থানে স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফাইভজি, ২য় অবস্থানে গুগল পিক্সেল ৬ প্রো। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফাইভজি, অ্যাপল আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি।
বিভি/এসআই
মন্তব্য করুন: