গুগলের অনুমোদন পেল ট্রাম্পের ট্রুথ স্যোসাল অ্যাপ

রয়টার্সের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল মিডিয়া অ্যাপ প্লে স্টোরে উন্মুক্ত করার অনুমোদন দিয়েছে গুগল। প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)’র প্রধান নির্বাহী জানিয়েছেন, শিগগিরই প্লে ষ্টোরে অ্যাপটি অবমুক্ত করা হবে অ্যাপটি। বিশ্বের বৃহৎ টেক জায়ান্ট গুগলের সাথে করা আনন্দের বলেও জানান তিনি।
আগস্টে এক বিবৃতিতে গুগলের একজন মুখপাত্র জানান, ফেব্রুয়ারিতে অ্যাপলের অ্যাপ স্টোরে যুক্তরাষ্ট্রের অধিবাসীদের জন্য ট্রুথ সোশ্যাল চালু করা হলেও পর্যাপ্ত কনটেন্ট মডারেশন না থাকায় গুগল প্লে স্টোরে চালু করা হয়নি। শারীরিক হামলার হুমকি ও সহিংসতার মতো বিষয়ে প্লে স্টোরের নীতিমালা ভঙ্গ করার বিষয়টি গুগল ট্রুথ সোশ্যালকে জানিয়েছিল। গুগল ও অ্যাপল স্টোর ছাড়া স্মার্টফোন ব্যবহারকারীদের পক্ষে ট্রুথ সোশ্যাল ডাউনলোড করা সম্ভব নয়।
২০২১ সালে ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় সম্পৃক্ততার জেরে টুইটার, ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়েছিল।
বিভি/এসআই
মন্তব্য করুন: