• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যেসব আইফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না

প্রকাশিত: ১৭:২৮, ২৩ অক্টোবর ২০২২

আপডেট: ১৮:০৯, ২৩ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
যেসব আইফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না


আগামীকাল ২৪ অক্টোবর থেকে বেশ কিছু আইফোনে আর হোয়াটসঅ্যাপ চালানো যাবে না। একাধিক সুত্র বলছে, আগামীকাল থেকে আইফোন ১০ ও ১১ সিরিজের ফোনগুলোতে আর অ্যাপটি ব্যবহার করা যাবে না। ব্যবহারকারীদের বিষয়টি হোয়াটসঅ্যাপ কয়েক মাস আগে থেকেই সতর্ক করেছে যেগুলো আইওএস ১০ ও আইওএস ১১ সাপোর্ট করে।

আইফোন ৪ বা আইফোন ৪এস এ হোয়াটসঅ্যাপ চিরতরে বন্ধ হচ্ছে। সুতারাং এই ব্যবহারকারীদের নতুন আইফোন কেনার সময় এসে গেছে। আর যারা আইওএস ১০ ও আইওএস ১১ সাপোর্টেড ডিভাইস ব্যবহার করেন তাদের আইওএস ১২ তে আপগ্রেডের পরামর্শ হোয়াটসঅ্যাপের। 

যারা অ্যান্ড্রয়েড ৪.১ বা তার পরবর্তী কোনো ভার্সন ব্যবহার করেন তাদের পরবর্তী ভার্সন আপডেট করে নিতে হবে যদি তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান। এবার মাত্র দুটি ফোনের জন্য এই ব্যবস্থা হলেও এর আগে একসাথে ৪৩টি ফোনে বন্ধ হয়েছিল হোয়াটসঅ্যাপ। 

আরও পড়ুন: শেষ মুহূর্তে নারায়ণগঞ্জ মহানগর আ.লীগের সম্মেলন বাতিল

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2