• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফ্ল্যাগ হান্টে বিজয়ী আইইউটি জেনেসিস; আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা আয়োজকদের (ভিডিও)

প্রকাশিত: ২২:০৭, ২৯ অক্টোবর ২০২২

আপডেট: ২২:০৯, ২৯ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
ফ্ল্যাগ হান্টে বিজয়ী আইইউটি জেনেসিস; আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা আয়োজকদের (ভিডিও)

কারো মাথায় চিন্তার ঘোর, কারো মনিটরে তীক্ষ্ণ নজর কেউ বা ব্যস্ত প্রোগ্রামিং কোড লেখায়। লক্ষ্য একটাই, ডিজিটাল ফরেনসিক, সাইবার সিকিউরিটি সহ বিভিন্ন বিষয়ের সামাধান করে খুঁজে বের করতে হবে ফ্ল্যাগ।

চিত্রটি ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফ্ল্যাগ হান্ট প্রতিযোগিতার। দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৯টি দল নিজেদের সক্ষমতা প্রমাণে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। 

সবচেয়ে বেশি ২৬০০ নাম্বার পেয়ে নিজেদের সক্ষমতা প্রমান করে প্রথম স্থান অধিকার করে আইইউটি জেনেসিস। ২০৮০ এবং ১৮৮০ নাম্বার পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে টিম বঙ্ক পুলিশ এবং সাইবার সিকিউরিটি ইন্থাসিয়াস্ট।

 প্রতিযোগীতায় অংশগ্রহণ করে নিজেদের সক্ষমতা প্রমান করতে পেরে খুশি প্রতিযোগীরাও। বলছেন, এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দেশের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সচেতনতা এবং আগ্রহ বাড়বে। 

আয়োজকরা বলছেন, দেশ আগের থেকে সাইবার সিকিউরিটিতে অনেক এগিয়েছে। তারপরও আমাদের নিয়মিত এসব আয়োজনের মাধ্যমে তরুন সমাজকে সাইবার সিকিউরিটিতে দক্ষ করতে কাজ করতে হবে। 

সাইবার সক্ষমতা যাচাই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপচার্য ড. তানভীর হাসান। এসময় সেন্টার অব ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রোবটিক্স অ্যান্ড ইন্টারনেট অব থিংকস গবেষণা কেন্দ্রের প্রধান ফয়সাল মোহাম্মাদ উদ্দীন ও সিটিএফ কমিউনিটি বাংলাদেশের আমির হামজা তাসদির আহমেদ,রাসেল আহমেদ সহ সকল সিটিএফ বিডি এর এডমিন প্যানেলের সদসদ্যরা।


 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2