পানিতে ভিজলেও নষ্ট হবে না যে স্মার্টফোন

পানিতে ভিজলেও নষ্ট হবে না এবং একচার্জে একটানা চলবে পরো ৪৮ ঘন্টা এমন একটি স্মার্টফোন আনছে ওটিটেল। নভেম্বর থেকে ই-কমার্স সাইটে পাওয়া যাবে এই স্মার্টফোন।
জানা গেছে, বৈশ্বিক ব্র্যান্ড ওকিটেল দূর্দান্ত সব ফিচারে বাজারে এনেছে ওকিটেল ডব্লিউপি২১ । ৬.৭ ডিসপ্লের স্মার্টফোনে রয়েছে ১২০ হার্জ রিফ্রেস রেট এবং এওডি সাপোর্টেড ডিসপ্লে।
ফোনের ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স ক্যামেরায রয়েছে ২ এমপি মাইক্রো ইউনিট এবং ২০ এমপি নাইট ভিশন ক্যামেরা। ফলে ফটোগ্রাফির ইচ্ছা পূরণ হবে সহজেই। কোম্পানিটি বলছে, ৯৮০০ এইচএম ব্যাটারির এই ফোনে একবার চার্জ দিলে ১১৫০ ঘন্টা পর্যন্ত ব্যাকাপ থাকবে।
ভিডিও চলবে একটানা ১২ ঘন্টা। ফোনের স্টোরে থাকছে ১২ জিবি র্রাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকছে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ। ২৯ হাজার টাকার এই ফোনে থাকছে IP69K ডাস্ট রেজিস্টার প্রযুক্তি। ফলে পানি ও ধুলা থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এই স্মার্টফোন। ব্লুটুথ ৫.০ সাপোর্ট করবে এবং অ্যান্ড্রয়েড ১২ ওএস-এ চলতে পারে স্মার্টফোনটি ৷ ২৪ নভেম্বর থেকে ই-কমার্স সাইট অলিএক্সপ্রেসের মাধ্যমে কেনা যাবে স্মার্টফোনটি।
বিভি/এসআই
মন্তব্য করুন: