• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফাঁস হলো ত্রিশ দেশের মানুষের পাসওয়ার্ড

প্রকাশিত: ১৮:৪২, ২৩ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ফাঁস হলো ত্রিশ দেশের মানুষের পাসওয়ার্ড

আমাদের ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করে পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ড যদি আপনি ঠিকঠাক বাছতে না পারেন, মহা সমস্যায় পড়তে হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সুরক্ষা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে যায়।

টাকা গায়েব হওয়ার চিন্তা থাকে, তেমনই আবার আপনার স্মার্টফোনে ঘাপটি মেরে লুকিয়ে থাকতে পারে হ্যাকারও। ২০২১ সালে বিশ্বজুড়ে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ডটি প্রকাশ্যে এসেছে। আর সেই পাসওয়ার্ড আসলে জনপ্রিয় একটি কোম্পানির নাম। 
গেস করে দেখুন তো, সেই সংস্থার নাম কী? ক্লুলেস? তাহলে জেনে নিন, বিশ্বের অন্তত ৩০টি দেশ ২০২১ সালে যথেচ্ছ ভাবে নিজেদের বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ‘Samsung’ রেখেছিলেন।

পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সলিউশন কোম্পানি নর্ডপাসের পক্ষ থেকে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়েছে। সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ীই ২০২১ সালে বিশ্বের একটা বিপুল সংখ্যক মানুষ ‘Samsung’-কে নিজেদের বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড হিসেবে রেখেছিলেন।
স্যাম মোবাইলের একটি রিপোর্ট অনুযায়ী, আপনার স্মার্টফোন/টিভি/হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ডের নাম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করার এই প্রবণতা বিগত কয়েক বছরে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আর এই প্রবণতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তা কেউ আন্দাজও করতে পারবেন না।

পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে পাসওয়ার্ডের জনপ্রিয়তার নিরিখে ১৯৮ নম্বরে ছিল ‘Samsung’। তারপর থেকে ২০২০ সালে সেই র্যা ঙ্কিং হয় ১৮৯। সব থেকে ভয়ানক ঘটনা ঘটে ২০২১ সালে। 
গত বছর পাসওয়ার্ডের জনপ্রিয়তার দিক থেকে ৭৮ নম্বরে চলে আসে ‘Samsung’। আর এর মধ্যে দিয়েই সবচেয়ে কমন পাসওয়ার্ডটি সর্বাধিক ব্যবহৃত প্রথম ১০০ পাসওয়ার্ডের তালিকায় জায়গা করে নেয়।
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2