নেইমারকে সারিয়ে তুলতে নাসার প্রযুক্তি ব্যবহার করছে ব্রাজিল

কাতার বিশ্বকাপে এক ম্যাচ জেতার পর ফুরফুরে মেজাজে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। কিন্তু সার্বিয়ার সাথে ম্যাচে পায়ে চোট পাওয়ায় সুইজার ল্যান্ডের ম্যাচে মাঠে থাকবেন না নেইমার।
এই অবস্থায় ক্যামেরুনের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলা নিয়েও শুরু হয়েছে শঙ্কা। তবে নেইমারের ইনজুরি কাটাতে উন্নত প্রযুক্তি প্রয়োগ করছে ব্রাজিল।
জানা গেছে, ইনজুরি কাটাতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) প্রযুক্তি ব্যবহার করছে ব্রাজিল। নেইমারের ফিজিওথেরাপির কাজে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কমপ্রেশন বুট’ নামের এই প্রযুক্তির ছবি নেইমার নিজেই প্রকাশ করেছেন। দ্রুত ব্যথা কমাতে দুই পায়েই এই পোশাক পরতে হয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ বলছে, এর আগেও নেইমার নাসার এই প্রযুক্তি ব্যবহার করেছিলেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ফিজিওথেরাপি দলের কাছেও এ প্রযুক্তি আছে।
আজকে যদি ব্রাজিল সুইজারল্যান্ডের বিপক্ষে জিতে তাহলে হয়তো ক্যামেরুনের বিপক্ষে নেইমারকে খেলানোর পরিকল্পনা নাও করতে পারে ব্রাজিল। কিন্তু যদি সুইজারল্যান্ড জিতে যায় তবে ক্যামেরুনের বিপক্ষে নেইমারের খেলার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন:
বিভি/এসআই
মন্তব্য করুন: