মাস্ক কি টুইটারের সিইও পদ থেকে সড়ে দাঁড়াবেন?

টুইটারের সিইও পদ থেকে ইলন মাস্কের সড়ে দাঁড়ানো উচিত কি না, এই পরিসংখ্যান জানতে টুইটারে পোল চালু করেছিলেন ধনকুবের মাস্ক। ভোট চালুর নির্দিষ্ট সময় শেষে টুইটারের পদ থেকে তার সড়ে দাঁড়ানোর পক্ষেই বেশি সংখ্যক মানুষের মতামত। এই ভোটে দেড় কোটি মানুষ ভোট দিয়েছেন।
ইলন মাস্কের পদ থেকে সড়ে দাঁড়ানোর পক্ষে ভোট পড়েছে সাতান্ন দশমিক পাঁচ শতাংশ ভোট। বিপক্ষে ভোট পড়েছে বিয়াল্লিশ দশমিক পাঁচ ভোট। তাহলে কি টুইটারের সিইও পদ থেকে সড়ে দাড়াবেন ইলন মাস্ক? এমন প্রশ্ন সবার মনে। যদিও মাস্ক তার পোস্টে তিনি সরে দাঁড়ালে কে দায়িত্ব নেবে এমন কোন ব্যাক্তির নাম উল্লেখ করা হয়নি।
টুইটারের সম্ভাব্য নতুন প্রধান নির্বাহী নিয়ে এক ফলোয়ারের প্রশ্নের উত্তরে মাস্ক বলেছেন, “এখনও কোনো উত্তরসূরী নির্বাচিত নেই।”
বিভি/এসআই
মন্তব্য করুন: