ইরানে সক্রিয় ১০০ স্টারলিঙ্ক স্যাটেলাইট: মাস্ক

ইলন মাস্ক এক টুইট বার্তায় লেখেন, ‘ইরানের আকাশে ১০০ স্টারলিঙ্ক স্যাটেলাইট শিগগিরই সক্রিয় হতে যাচ্ছে।’রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে পুলিশি হেফাজতে মাহসা আমিনীর মৃত্যুর পর মাস্ক ঘোষনা দিয়েছিলেন, ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের ইন্টারনেট স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে স্টারলিঙ্ক স্যাটেলাইট পাঠাবেন ইরানের আকাশে।
এবার তারই প্রতিফলন দেখা গেল। মার্কিন সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে ইরানে ‘ইরানিদের কাছে ইন্টারনেট স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ’ এগিয়ে নেয়ার অংশ হিসেবে স্টারলিঙ্ক স্যাটেলাইট সক্রিয় কিরেন মাস্ক।
স্টারলিঙ্কের এ স্যাটেলাইটভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ইরানিদের দেশটির সরকার নিয়ন্ত্রিত ইন্টারনেট সেবা ও নির্দিষ্ট কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও বিধিনিষেধ এড়িয়ে দ্রুতগতির ইন্টারনেট এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকসেস পেতে সহায়তা করবে বলে মন্তব্য বিশ্লেষকদের।
মন্তব্য করুন: