এটিএম বুথে টাকা তোলার সময় মানতে হবে যে সব সতর্কতা

সাইবার হামলা একটি বৈশ্বিক সমস্যা হয়ে দাড়িয়েছে। প্রতিদিন ব্যাংক, বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য বেহাতের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে আসছে। বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সাইবার হামলার ঘটনা বেশি ঘটে থাকে। অনেক সময় একজন সাধারণ গ্রাহকের পক্ষে বোঝা প্রায় অসম্ভব হয়ে ওঠে কিভাবে তাদের অ্যাকাউন্টের টাকা বেহাত হয়ে যায়।
সাইবার অপরাধীরা ব্যাংকের ভিসা কার্ড, ক্রেডিট কার্ড ক্লোন করে টাকা হাতিয়ে নেয়। তাই বিশেষ করে এটিএম বুথ থেকে টাকা তোলার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, একটু অসাবধানতায় বুথ থেকেও বেহাত হতে পারে আপনার কার্ডের গুরুত্বপূর্ণ তথ্য।
করণীয়:
১. যখনই আপনি এটিএম মেশিনে আপনার ডেবিট কার্ডের পিন দেবেন তখন সেটাকে হাত দিয়ে ঢেকে দিন। এটার ফলে কেউ আপনার পাসওয়ার্ড দেখতে পাবে না।
২. নির্দিষ্ট সময় পর পর ডেবিট কার্ডের পিন পরিবর্তন করুন।
৩. কোনও এটিএম ব্যবহার করার আগে চারপাশ ভালো করে দেখে নিন।
৪. কিপ্যাডের উপরের অংশে বিশেষ নজর রাখুন।
৫. ফাঁকা নির্জন জায়গায় এটিএম ব্যবহার না করাই শ্রেয়।
৬. ম্যাগনেটিক কার্ডের পরিবর্তে ইএমভি চিপ আছে এমন কার্ড ব্যবহার করুন ।
বিভি/এসআই
মন্তব্য করুন: