টুইটারের কাঠের পাখিটির দাম জানলে চোখ কপালে উঠবে

টুইটারের কাঠের ভাস্কর্যটি
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টুইটারের প্রধান কার্যালয়ে রাখা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের লোগোতে থাকা পাখির আদলে কাঠের তৈরি ভাস্কর্যটি নিলামে বিক্রি করা হয়েছে।
এতোদিন এ ভাস্কর্যটি টুইটারের প্রধান কার্যালয়ে ছিলো। এটি এক লাখ ডলার বা এক কোটি পাঁচ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।
সম্প্রতি টুইটার কর্তৃপক্ষ কার্যালয়ে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও আসবাবপত্র নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় নীল রঙের পাখির ভাস্কর্যটি নিলামে তোলা হয়। অন্য পণ্যগুলো তুলনামূলক কম দামে বিক্রি হলেও পাখির ভাস্কর্যটি বেশ চড়া দামে বিক্রি হয়েছে।
ইলন মাস্ক টুইটারের মালিকানা নিজের করে নেওয়ার পরপরই গণহারে কর্মী ছাঁটাই করেন। তার বিভিন্ন হঠকারী সিদ্ধান্তের কারণে কর্মীদের পাশাপাশি জনপ্রিয় তারকারাও টুইটার ছেড়েছেন। শুধু তাই নয়, বিজ্ঞাপনদাতারা মুখ ফিরিয়ে নেওয়ায় টুইটারের আয়ও কমে গেছে। প্রসঙ্গত, এলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার আগে প্রতিষ্ঠানটির চাকরিতে ভারতীয় প্রযুক্তিবিদদের আধিক্য ছিলো। সূত্র: বিবিসি
বিভি/এইচএস
মন্তব্য করুন: