বিশ্বের অনেক দেশে টুইটার ডাউন
প্রকাশিত: ১৮:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৮:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২৩

বৃহসপতিবার সকাল থেকেই বিশ্বের অনেক দেশে টুইটার ডাউন হয়েছে। ফলে ব্যবহারকারীরা পড়েছেন বিপাকে। বিষয়টি স্বীকার করে করে টুইটারের সাপোর্ট সেন্টার থেকে টুইট ও করা হয়েছে। সামাজিক বিভিন্ন মাধ্যমের সমস্যা মনিটরিং প্রতিষ্ঠান ডাউন ডিটেক্টর বলছে, সকাল থেকেই ব্যাবহারকারীরা টুইটারের সেবা গ্রহনে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে বলে অভিযোগ করেছে।
ডাউনডিটেক্টরের লাইভ আউটেজ ও প্রবলেম ডিটেক্টেড ম্যাপে দেখা যায়, ৫৯ শতাংশ অ্যাপ ব্যবহারকারী, ৩২ শতাংশ ওয়েব সাইট ব্যবহারকারী এবং সার্ভার সংক্রান্ত জটিলতায় ভূগছেন ৯ শতাংশ ব্যবহারকারী।
ব্যবহারকারীদের অনেকেই বলছেন, মূলত টুইটার ডাউনের এই সমস্যাটি শুরু হয়, যখন সিইও এলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের জন্য ৪ হাজার শব্দ পর্যন্ত টুইট করার সুবিধা ঘোষণা করে।
অনেক ব্যবহারকারী জানিয়েছেন, টুইট করার পর তারা একটি ‘টাইম আউটবার্তা পাচ্ছেন। বার্তায় বলা হচ্ছে ‘আপনি টুইট করার সময়সীমা অতিক্রম করেছেন।
সরাসরি বার্তা পাঠানো, অন্য অ্যাকাউন্ট ফলো করা, কনটেন্ট পোস্ট করতেও অসুবিধায় পড়ছেন গ্রাহকরা।
বিভি/ এসআই
মন্তব্য করুন: