• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৫০০ নারী ও শারীরিক অক্ষম ব্যক্তিদের ফ্রি আইটি ট্রেনিং দিবে কোডম্যানবিডি

প্রকাশিত: ২০:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২০:১৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
৫০০ নারী ও শারীরিক অক্ষম ব্যক্তিদের ফ্রি আইটি ট্রেনিং দিবে কোডম্যানবিডি

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। প্রযুক্তির কল্যাণে বিশ্ব যেন এখন হাতের মুঠোয়। ঘরে বসে মানুষ এখন দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করছে সহজেই। ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং এমনই এক ক্ষেত্রের নাম। নারী এবং শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের জন্য আইটি এবং ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, লিড জেনারেশন, ইউ.আই ডিজাইন, ডাটা এন্ট্রি  দক্ষ করে করে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কোডম্যানবিডি নিয়ে এলো ফ্রি ট্রেনিং। 

৩ মাস ব্যাপী এই ট্রেনিং সেশন অনলাইন এ হবে এবং অনলাইন ট্রেনিং শেষে তাদের ইনকাম এর জন্য ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলোতে একাউন্ট করা থেকে শুরু করে, কিভাবে কাজ পাওয়ার জন্য ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে একাউন্ট করতে হয়, কিভাবে কাজে আবেদন করতে হয়, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, কিভাবে অর্জিত ডলার ব্যাংক এর মাধ্যমে তুলতে হয় তা শিখানো হবে, যাতে একজন প্রশিক্ষনার্থী সহজে তার অর্জিত স্কিল দিয়ে ইনকাম করে নিজে সবলম্বী হতে পারে ও দেশের রেমিটেন্স এ অবদান রাখতে পারে।

প্রশিক্ষণের বিষয় ও মেয়াদ:

প্রতিটি কোর্স ৩ মাস ব্যাপী অনুষ্ঠিত হবে। প্রতি সপ্তাহে ২ টি করে ক্লাস থাকবে। ক্লাসগুলো অনলাইন জুম্ ও মিট সফটওয়্যার এর মাধ্যমে হবে। আইটি-তে নারী ও শারীরিক অক্ষম ব্যক্তিদের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য কোডম্যানবিডি এর এই প্রয়াস। উক্ত প্রশিক্ষণে নিচের কোর্সগুলো থেকে যেকোনো কোর্স বিনামূল্যে করতে পারবে নারী ও শারীরিক অক্ষম ব্যক্তিরা।

ওয়েব ডিজাইন
গ্রাফিক ডিজাইন
লিড জেনারেশন
ডাটা এন্ট্রি
ইউ.আই ডিজাইন 

প্রতিটি কোর্স পরিচালনা করবেন কোডম্যানবিডি এর সফল ও দেশ সেরা মেন্টরগণ যারা এই পর্যন্ত ১০,০০০+ স্টুডেন্ট কে অনলাইন ও অফলাইন এ ট্রেনিং করিয়েছেন এবং কোডম্যানবিডি এর বিপুল পরিমান স্টুডেন্ট দেশের জন্য মিলিয়ন ডলার রেমিটেন্স নিয়ে এসেছে। 

কোডম্যান বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মিনহাজুল আসিফ। ২০১৮ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি ২০২২ সালে এক্সিলেন্স ইন ই-লার্নিং ক্যাটাগরিতে রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড - ২০২২ অর্জন করে। অসংখ্য সফল ফ্রিল্যান্সার ও ফ্রিল্যান্স উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2