সাইবার হামলার শিকার ডোমেইন বিকিকিনির ওয়েবসাইট গোড্যাডি

সাইবার হামলার শিকার হয়েছে ওয়েবসাইটের ডোমেইন বিক্রির ওয়েবসাইট গোড্যাডিডটকম বিশ্ব জুড়ে ডোমেইন বিক্রিতে জনপ্রিয় নাম গোড্যাডিডটকম। সাইবার হামলার বিষয়টি স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে, হ্যাকার সাইবার হামলা চালিয়ে গোপনে ম্যালওয়্যার যুক্ত করার পাশাপাশি সোর্স কোডও চুরি করেছে।
এক বিবৃতিতে গোড্যাডিডটকম জানিয়েছে, হ্যাকাররা গোড্যাডিডটকম এর আওতাধীন বিভিন্ন ওয়েবসাইট ও সার্ভারে ম্যালওয়ার ছড়ানোর উদ্দ্যেশে সুপরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে।
প্রতিষ্ঠানটি সাইবার হামলার বিস্তারিত তথ্য জানতে নিরাপত্তা বিশেষজ্ঞদের পাশাপাশি বিশ্বজুড়ে একাধিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে ব্লিপিং কম্পিউটার।
এই হামলার ফলে গোড্যাডিডটকম থেকে কেনা অন্য কোনো ওয়েবসাইটে ম্যালওয়্যার ছড়িয়েছে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও এই বিষয়ে গোড্যাডিডটকম বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
বিভি/ এসআই
মন্তব্য করুন: