বেসিস সফট এক্সপোতে ১০০ কোটি টাকার উপর চাহিদা সৃষ্টি

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ জানিয়েছেন চারদিনের বেসিস সফট এক্সপোতে ১২০ কোটি টাকার চাহিদা সৃষ্টি হয়েছে। এক্সপোর সমাপনী দিনের বক্তব্যে এই তথ্য জানান তিনি। তিনি বলেন, বেসিস ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার হবে। আমাদের প্রত্যাশা ছিল মেলার দ্বিতীয় দিন ৫০ হাজার লোকের সমাগম হবে। কিন্তু সবশেষ দিন পর্যন্ত দর্শনার্থী কার্ড ব্যবহৃত হয়েছে ৯০ হাজার।
এক্সপোতে প্রায় ২০টি মতো সেমিনার ও ওয়ার্কশপ থেকে আমরা বিশ্লেষণ করে দেখেছি, যদি আমরা গবেষণা ও উন্নয়ন, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ইন্ডাস্ট্রি প্রমোশন এবং চাহিদা সৃষ্টি যোগান দেয়ার মতো দক্ষ জনশক্তি গড়ে তোলা গেলে ২০৩১ সালের মধ্যে যে সম্ভাবনা রয়েছে সেই নৌকাটা যদি আমরা মিস না করি তবে ২০ বিলিয়ন ডলার রফতানি আয় করা সম্ভব।
রাসেল আরো বলেন, সক্ষমতা এবং সম্ভাবনা বিচার করে আমরা দেখেছি আমাদের সক্ষমতা বাড়াতে হবে। পৃষ্ঠপোষকতা পেলে এই বছরের ডিসেম্বরের আগেই থ্রি বাই থ্রি ফর্মুলায় গবেষণা ও উন্নয়ন বিষয়ক রূপকল্প ডেলিভার করতে পারবো। আমাদের ওপর আস্থা রাখলে আমরা কোনো ভাবেই তার প্রতিদান দিতে পিছুপা হবো না।
রাসেল বলেন, ‘ ২০৪টি স্টল ও প্যাভিলিয়ন ভিজিট করে জানতে পেরেছি স্থানীয় ও আন্তর্জাকতিক বাজার থেকে এই কোম্পানিগুলো ১২০ কোটি টাকা মূল্যের লিড জেনারেশনের মতো প্রোটেনশিয়াল পেয়েছে। আমাদের এখন প্রমাণ করা বিষয়। সেই হিসেবে আমরা দেখাতে চেয়েছিলাম আমাদের দেশ প্রেম। এই ভাষার মাসেও আমরা পারি। বঙ্গবন্ধুর কথা মতোই আমরা বলতে চাই আইসিটি শিল্পকেও দাবায়ে রাখতে পারবে না, যদি আপনাদের অল্প একটু সহযোগিতা আমরা পাই ।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিশেষ অতিথি হিসেবে আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিভি/ এসআই
মন্তব্য করুন: