পবিত্র কোরআন সম্পর্কে যা জানাল চ্যাট জিপিটি

ছবি: প্রতীকি
চ্যাটজিপিটি নামটি বিগত কয়েকদিনের খুব চর্চিত নাম। তবে তার কার্যক্ষমতা সম্পর্কে অনেকে হয়তো অবগত নন। চ্যাটজিপিটি (চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার) হল একটি এআই পাওয়ার্ড চ্যাটবট, যা ডেভেলপ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ কোম্পানি OpenAI।
মানুষের কথা বলার ভাষা বুঝতে পারে এই এআই চ্যাটবটটি। সেই ভাষা বুঝে মানুষের মতোই উত্তর দিতে পারে সে। আপনি চ্যাটজিপিটি-কে কবিতা লিখতে বললে, সে তা-ই করে দেখাবে। পরীক্ষা দিতে বললে, সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসবে। শুধু কি তাই, গবেষণা পত্র ও অনায়াসেই তৈরি করে দিতে পারে এই কৃত্তিম চ্যাটবট।
এবার মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল-কোরআন সম্পর্কে এই কৃত্রিম বটকে প্রশ্ন করা হয়। জবাবে চ্যাটজিপিটি জানায়, ‘কোরআন মুসলিমদের পবিত্র ধর্মীয় গ্রন্থ হিসেবে পরিচিত, এটি আল্লাহর দ্বারা নাজিল হয়েছে। এটিকে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গ্রন্থ হিসেবে গণ্য করা হয়। কোরআনে মূলত মানবজীবনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়াও এতে আল্লাহর স্বভাব ও গুণগত বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে।’
চ্যাটজিপিটি আরও বলছে, ‘কোরআনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার জীবন ও আখেরাতের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা এবং মানুষকে তার প্রতিজ্ঞাবদ্ধতা এবং দায়িত্ব সম্পর্কে স্পষ্ট করা।’
বিভি/ এসআই
মন্তব্য করুন: