• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৪৯৯ টাকায় যে ব্র্যান্ড স্মার্টফোন দিচ্ছে 

প্রকাশিত: ১৫:১০, ৫ মার্চ ২০২৩

আপডেট: ১৫:১৩, ৫ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
৪৯৯ টাকায় যে ব্র্যান্ড স্মার্টফোন দিচ্ছে 

ছবি: সংগৃহীত

এখনো যারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন নি তাদের শখ পুরনে আবারো এগিয়ে আসলো অ্যামাজন। সম্প্রতি বড় বড় সব ব্র্যান্ডের স্মার্টফোন ছাড়ে বিক্রি করে আলোচনায় এই ই-কমার্স সাইটটি। এই ধারাবাহিকতায় রেডমি ৮এ ডুয়াল স্মার্টফোনটি ছাড়ে দিচ্ছে অ্যামাজন। অবাক হওয়ার মতো বিষয়, রেডমি ৮এ ডুয়াল স্মার্টফোনটি মাত্র ৪৯৯ টাকায় কিনতে পারবেন।

রেডমি ৮এ ডুয়াল স্মার্টফোনটিতে যে-যে অফার দিচ্ছে অ্যামাজন: 

এই ফোনটি অ্যামাজনে ৭,৯৯৯ টাকা দামে বিক্রির জন্য তালিকা ভুক্ত করা হয়েছে। তবে, অ্যামাজন এই ফোনটিতে ৭,৫০০ টাকার এক্সচেঞ্জ অফার দিচ্ছে। অর্থাৎ আপনি যদি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনটি কেনেন, তাহলে আপনি রেডমি ৮এ ডুয়াল স্মার্টফোনটিতে ৭,৫০০ টাকার এক্সচেঞ্জ অফার পাবেন। তবে আপনার পুরনো ফোনের অবস্থা কেমন, তার উপর সেই এক্সচেঞ্জ অফারের সুবিধা নির্ভর করবে। এরপর এই ফোনে রয়েছে ইএমআই সুবিধা। 

ফিচার ও স্পেসিফিকেশন: 

রেডমি ৮এ ডুয়াল স্মার্টফোনটিতে ৬.২২ ইঞ্চি এইচডি প্লাস ডট নচ ডিসপ্লে পাবেন। যার রেজোলিউশন ১৫২০ x ৭২০ পিক্সেল। এতে ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ২.৫ ডি কার্ভড গ্লাস রয়েছে।

প্রসেসর হিসেবে এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪৩৯ অক্টা কোর প্রসেসর, যাতে রয়েছে ২ জিবি র্যা ম এবং ৩২ জিবি  ইন্টারনাল মেমরি। বাজেট ফোন হিসেবে, এই ফোনে আপনি ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছেন। যাতে রয়েছে ১৩MP মেইন ক্যামেরা এবং ২MP সেকেন্ডারি ক্যামেরা। এছাড়াও, এই ফোনে একটি ৫০০০mAh লিথিয়াম-পলিমার ব্যাটারি পাবেন। কোম্পানি এই স্মার্টফোনে ১ বছরের ওয়ারেন্টিও দিচেছে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2