• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বঙ্গবন্ধুর সমাধিতে আইসিটি প্রতিমন্ত্রী ও হাই-টেক পার্ক কর্তৃপক্ষের শ্রদ্ধা

প্রকাশিত: ১৭:০৫, ১০ মার্চ ২০২৩

আপডেট: ১৭:০৭, ১০ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
বঙ্গবন্ধুর সমাধিতে আইসিটি প্রতিমন্ত্রী ও হাই-টেক পার্ক কর্তৃপক্ষের শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর এমডি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (১০ মার্চ)পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ফাতেহা পাঠ করেন।

মোহাম্মদ রেজাউল করিম গত ৬ মার্চ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে ২৬ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁর এ সংক্রান্ত আদেশ জারি হয়। মোহাম্মদ রেজাউল করিম ১৩ তম বিসিএস এর কর্মকর্তা এবং বাংলাদেশ সরাকারের অতিরিক্ত সচিব। 

এসময় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন প্রকল্পের পরিচালক, উপ পরিচালকসহ আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2