• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৪৫ থেকে ৮০ শতাংশ ছাড়ে মিলছে যেসব পণ্য

প্রকাশিত: ২০:৫৮, ১২ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
৪৫ থেকে ৮০ শতাংশ ছাড়ে মিলছে যেসব পণ্য

ছবি: সংগৃহীত

১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত বিশাল ডিসকাউন্টে মিলছে আইফোন, অডিও ডিভাইস, স্মার্টওয়াচ, ট্যাব ও ইলেকট্রনিক্স পণ্য। এসব পণ্যের মধ্যে ১৭ শতাংশ ছাড়ে মিলছে আইফোন ১৪। 

আইফোন ১৪ তে বিশাল ছাড়: 

আইফোন ১৪ এর ১২৮ জিবি মডেলটি ১৭ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। আপনি এই ফোনটি প্রায় ৬৫,৯৯৯ টাকায় কিনতে পারবেন। আপনি যদি এক্সচেঞ্জ অফারের সুবিধা নেন, তাহলে ২০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে। কোম্পানি আইফোন ১৪ -এ ১ বছরের ওয়ারেন্টি এবং ইন-বক্স অ্যাকসেসরিজে ৬ মাসের ওয়ারেন্টি দিচ্ছে।

অফারে আরো যা পাওয়া যাবে: 

৭,৯৯৯ টাকায় Lenovo-এর ট্যাব কেনার সুযোগ 
অডিও ডিভাইসের উপর ৮০ শতাংশ পর্যন্ত ছাড় 
এয়ার কুলারে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় 
রান্নাঘরের ইলেক্ট্রনিক্সে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়।
কীবোর্ড কেনার ক্ষেত্রে ১৫  শতাংশ পর্যন্ত ছাড় ।
ফ্লিপকার্ট সেলে Nothing Phone-1 পাওয়া যাবে মাত্র ২৫,০০০ টাকায়।
এছাড়াও আপনি ৫৯,৯৯৯ টাকার পরিবর্তে ৫০,০০০ টাকায় Google Pixel 7 কেনা যাবে। 

সম্প্রতি বাজারে আসা আইফোন ১৪ ইয়েলোতেও অফার: 

অ্যাপল সম্প্রতি হলুদ রঙে আইফোন ১৪ লঞ্চ করেছে। আপনি যদি এই ফোনটি কিনতে চান, তাহলে এই সেল আপনার জন্য় একদম উপযুক্ত। বিগ সেভিং ডেস সেল-এ, আপনি হলুদ রঙের আইফোন ১৪ টি মাত্র ৭২,৯৯৯ টাকায় কেনা যাবে। 
এসব অফারের জন্য আপনাকে ঢুঁ মারতে হবে ই-কমার্ প্রতিষ্ঠান ফ্লিপকার্ট-এ। 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2