ফোন হ্যাং করছে, টোটকায় মিলবে সমাধান

ছবি: সংগৃহীত
ব্যবহারের সময় ফোন হ্যাং অনেক বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। কখনো ব্যবহারকারীর ত্রুটির কারনে কখনো বা যান্ত্রিক কারনে এই সমস্যা দেখা দেয়। চলুন জেনে নেই কি উপায়ে এই সমস্যা দূর করা যায়:
ড্রাইভে ডেটা সেভ করুন:
ফোনের যাবতীয় তথ্য গুগল ড্রাইভ বা ক্লাউড স্টোরেজে সেভ করলে ফোনের উপর চাপ কম পড়ে। ফলে হ্যাং হওয়া থেকে অনেকটাই মুক্তি মেলে।
অ্যাপ্লিকেশন ট্রান্সফার:
ফোনের বাড়তি এপ্লিকেশনগুলোকে মাইক্রোএসএসডি কার্ডে ট্রান্সফার করে রাখলে প্রসেসরের উপর চাপ কম পড়বে ফলে ফোন কম হ্যাং করবে। অ্যাপকে এক্সটার্নাল মাইক্রোএসডি কার্ডে ট্রান্সফার করতে আপনাকে ফোনের সেটিংয়ে গিয়ে অ্যাপ ম্যানেজমেন্টে যেতে হবে।
ফ্যাক্টরি রিসেট:
কোন কিছুতেই কাজ না করলে সবশেষ পদ্ধতি হলো ফোন রিসেট করা। ফ্যাক্টরি রিসেট করলে আপনার ফোনের সব ডেটা চলে যাবে। ফলে আপনার ফোনটি পুনরায় আগের মতো কাজ করতে পারে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: