সাড়ে ৮ কোটিরও বেশি ভিডিও ডিলিট করেছে টিকটক

কমিউনিটি গাইডলাইনস না মানায় বিশ্বব্যাপী ৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮১৯টি ভিডিও সরিয়েছে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এই ভিডিও সরিয়েছে তারা।
অনলাইন প্ল্যাটফর্মে ভুল তথ্য ছড়ানো বন্ধ করতে সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে টিকটক। ২০২২ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়।
ডিলিট করা ভিডিও টিকটকে আপলোড হওয়া সকল ভিডিওর শূন্য দশমিক ৬ শতাংশ। সর্বমোট ৪ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৪৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলা হয়েছে। যার মধ্যে অবশ্য ৫৪ লাখ ৭৭ হাজার ৫৪৯টি ভিডিও পুনরায় ফিরিয়ে আনা হয়েছে।
টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশ থেকে সরিয়ে ফেলা হয়েছে ৪২ রাখ ৫৪ হাজার ৬৬৭ ভিডিও। এছাড়া, প্ল্যাটফর্মটিতে স্প্যাম ছড়ানো, এবং স্প্যাম ভিডিও পোস্ট করার দায়ে বেশকিছু অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে। এমনকি স্বয়ংক্রিয় উপায়ে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট থেকে রক্ষা পেতেও সক্রিয় ব্যবস্থা গ্রহণ করেছে টিকটক।
বিভি/এজেড
মন্তব্য করুন: