টুইটার থেকে সংবাদ মাধ্যমকে আয়ের সুযোগ দিচ্ছে মাস্ক

মাইক্রোব্লগিং সাইট টুইটার এখন শুধুমাত্র সামাজিক মাধ্যম হিসাবে ব্যবহারের মধ্যই সীমাবদ্ধ নেই। সময়ের চাহিদায় বেড়েছে বিস্তর ব্যবহার। নিয়মিতই চলছে ছবি ও ভিডিও শেয়ার। অন্যান্য সামাজিক মাধ্যমের মতো টুইটারে প্রায় সকল সংবাদ মাধ্যম টুইটারে তাদের সংবাদ শেয়ার করে থাকে। এবার শেয়ার করা সংবাদ থেকে সংবাদ মাধ্যমকে আয়ের সুযোগ দিতে যাচ্ছে টুইটার।
এক টুইটার পোস্টে ইলন মাস্ক জানান, ‘আগামী মাস থেকে সংবাদ প্রকাশকদের অর্থাৎ মিডিয়া হাউসগুলোকে প্রতিবেদন পড়ার জন্য ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আদায়ের অনুমতি দেওয়া হবে। যদি কোন ব্যবহারকারী কোন সংবাদমাধ্যমের মাসিক গ্রাহক না হন, তাহলে প্রতি প্রতিবেদন পড়ার জন্য তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করা হবে। সে ক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক গ্রাহকের চাঁদার চেয়ে বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে।’
মাস্ক মনে করেন, এই সুবিধা চালু হলে সংবাদমাধ্যম এবং পাঠক উভয়েই সুবিধা পাবেন। ইতিমধ্যে অনেক আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম তাদের বিশেষ প্রতিবেদন পড়ার জন্য সাবস্ক্রিপশন পদ্ধতি চালু করেছে। তবে টুইটারে শেয়ার করা সংবাদ পড়তে ব্যবহারকারীদের কি পরিমান অর্থ ব্যয় করতে হবে তা পরিষ্কার করে নি মাস্ক।
একাধিক সংবাদমাধ্যম তাদের নিজস্ব বিশেষ প্রতিবেদন পড়ার জন্য ন্যূনতম মূল্য দিয়ে সাবস্ক্রিপশন চালু দাবি করেছে। মাস্ক মনে করেন এই ব্যবস্থা চালু হলে সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যম গ্রাহকের কাছ থেকে প্রাপ্ত অর্থ ভাল সংবাদ তৈরিতে ব্যয় করতে পারবেন। তাতে পাঠকই উপকৃত হবেন এবং তথ্য নির্ভর ও প্রমাণ সমৃদ্ধ লেখার সুযোগ পাবেন।
বিভি/ এসআই
মন্তব্য করুন: