• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নিজের ক্লোন বানিয়ে একই সময়ে বিভিন্ন জনের সাথে ডেটিং-এ তরুণী, আয় লাখ লাখ টাকা

প্রকাশিত: ২২:৫৪, ১৯ মে ২০২৩

আপডেট: ২২:৫৫, ১৯ মে ২০২৩

ফন্ট সাইজ
নিজের ক্লোন বানিয়ে একই সময়ে বিভিন্ন জনের সাথে ডেটিং-এ তরুণী, আয় লাখ লাখ টাকা

প্রযুক্তির বদৌলতে বদলেছে অনেক কিছুই। সরাসরি আড্ডা থেকে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন ডেটিং। নিজেকে আড়াল রেখে গোপনীয় অনেক কিছু করতেই এই পথ বেছে নিচ্ছেন অনেকেই।  অনলাইন ডেটিং এ অন্যরকম এক ইতিহাস তৈরি করেছে ক্যারিন মার্জোরি নামের এক মার্কিন তরুনী। তিনি নিজের এমন একটি এআই ক্লোন তৈরি করেছেন, যার সাহায্যে তিনি একই সময়ে একাধিক প্রেমিকের সাথে ডেটিং করছেন। 

তার ক্লোনিং ব্যবহার করে ডেটিং এর সময় তিনি প্রতি মিনিটে ১ ডলার অর্থাৎ ১১০ টাকা চার্জ নিচ্ছেন। যার মাধ্যমে মাসে তার আয় হচ্ছে লাখ লাখ টাকা। তিনি সরাসরি কারো সাথে দেখা করেন না। ২৩ বছর বয়সী এই তরুণী এখন পর্যন্ত ১,০০০ জনের বেশি মানুষের সাথে চ্যাট করেছেন।  তিনি বলেন, তার ফ্যান, ফলোয়ার এতই বেশি যে একই সময়ে এতো মানুষকে সময় দেওয়া সম্ভব নয় তাই তার ক্লোন একই সময়ে একাধিক মানুষকে সময় দিয়ে থাকে। 

যুক্তরাষ্ট্রের জর্জিয়া নিবাসী ক্যারিনের এআই টুলটি মানুষের মধ্যে এতটাই সংবেদন সৃষ্টি করেছে যে, তারা ভার্চুয়াল ক্লোনের সাথে ‘কোয়ালিটি টাইম’ কাটাতে আনন্দের সাথে সাইন-আপ করছে।  স্ন্যাপচ্যাটে তার ১.৮ মিলিয়নেরও বেশি ফলোয়ার, যেখানে ইনস্টাগ্রামে তার ২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2