তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাজেট বাড়ছে, কমছে ডাক ও টেলিযোগাযোগে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে দুই হাজার তিনশ ৬৮ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে যা ছিল ১৯১৬ কোটি টাকা। সংশোধিত বাজেটে ছাড় দেয়া হয় এক হাজার ৮৪২ কোটি টাকা। অর্থাৎ এবার বাজেটে তথ্যপ্রযুক্তি বিভাগের বরাদ্দ বেড়েছে ৫২৬ কোটি টাকা।
তবে প্রস্তাবিত বাজেটে ডাক ও টেলিযোগাযোগ বিভগের বরাদ্দ কমেছে ৫৩ কোটি টাকা। এবার এই বিভাগের জন্য প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৪৩৪ কোটি টাকা। গেলো অর্থবছরে এই মন্ত্রণালয়ের বরাদ্দ প্রস্তাব ছিলো দুই হাজার ৪৮৭ কোটি টাকা। সেখান থেকে সংশোধিত বাজেটে বাড়িয়ে বরাদ্দ দেয়া হয় ৩ হাজার ৪৪ কোটি টাকা।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণলয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১৩ হাজার ৬০৭ কোটি টাকা। ২২-২৩ অর্থবছরে বরাদ্দ প্রস্তাব ছিলো ১৬ হাজার ৬১৪ কোটি টাকা। তবে বরাদ্দ পেয়েছিলো ১২ হাজার ৮২১ কোটি টাকা। হিসাব মতে, এবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণলয়ে বরাদ্দ বাড়ছে ৭৮৬ কোটি টাকা।
২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: