যে কারণে বন্ধ হলো ৭৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

গত এপ্রিলে ভারতে রেকর্ড সংখ্যক অ্যাকাউন্ট বাতিল করেছে মেটা মালিকানাধীন ক্ষুদেবার্তা অ্যাপ হোয়াটসঅ্যাপ। এএনআই’র প্রতিবেদনে বলা হয়েছে, ভারতজুড়ে এক মাসে ৭৪ লাখের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করেছে কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র জানান, ভারতের আইটি আইন ২০২১ মোতাবেক দেশটির ব্যবহারকারীদের মাসিক তথ্য নিয়ে রিপোর্ট প্রকাশ করে হোয়াটসঅ্যাপ। চলতি বছরের ১ থেকে ৩০ এপ্রিলের মধ্যে বহুবিদ কারণে চিহ্নিত অ্যাকাউন্টগুলো বাতিল করা হয়।
ভারতে সরকারি-বেসরকারি উপায়ে পাওয়া অভিযোগের ভিত্তিতে এই বিপুল সংখ্যক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। মেটা সিইও ইতিমধ্যে ঘোষনা করেছেন, ব্যবহারকারীর আলাপচারিতা আরো সুরক্ষিত রাখতে হোয়োটসঅ্যাপে ‘চ্যাটলক’ ফিচার ব্যবহার করা হবে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: