‘ডেসকো’র ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শনিবার (১০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক পেজ ভিজিট করে দেখা গেছে, হ্যাকাররা বঙ্গবন্ধুর ছবি দিয়ে তার কালজয়ী দাবায়ে রাখতে পারবা না স্লোগান লিখে দিয়েছে।
https://www.facebook.com/photo.php?fbid=636889158475955&set=a.301642162000658&type=3&ref=embed_post
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ডেসকোসহ সংশ্লিষ্ট সকল সাইবার টিম ওই পেজটি পুনরুদ্ধারে কাজ করছে। পেজটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ওই পেজে কোনও মেসেজ আদান-প্রদান থেকে বিরত থাকা এবং যে কোনও পোস্ট এড়িয়ে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ডেসকোর টেকনিক্যাল টিম ফেসবুক পেজ উদ্ধারে কাজ করছেন বলেও জানানো হয়। প্রতিবেদন তৈরির সময় ফেসবুক পেইজ “ This content isn't available at the moment” লেখা দেখায়।
বিভি/ এসআই
মন্তব্য করুন: