ভেরিফাইড কনটেন্ট ক্রিয়েটরদের অর্থ দেবে টুইটার

ভেরিফাইড কনটেন্ট ক্রিয়েটরদের অর্থ প্রদান করবে ইলন মাস্কের প্রতিষ্ঠান টুইটার। মাস্ক বলেন, প্রাথমিক ভাবে পাঁচ মিলিয়ন ডলার এই খাতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। মাস্ক বলেন, শুধমাত্র ভেরিফাইড ব্যবহারকারীরা এই অর্থের জন্য বিবেচিত হবেন।
ভেরিফাইড ব্যবহারকারীর জন্য এই সুবিধা এলো যখন সম্প্রতি টুইটার তার নতুন সিইও হিসেবে লিন্ডা ইয়োকরিনোকে পেয়েছে। টুইটার অধিগ্রহনের পর থেকেই নানান বিপত্তিতে টুইটার। কর্মী ছাটাই থেকে শুরু করে অফিসের বেতন দিতে না পারার মতো খবরও চাউর হয় আর্ন্তজাতিক মিডিয়ায়।
তবে মন্দা কাটিয়ে গ্রাহক টানতে নিত্য নতুন ফিচার এবং পদ্ধতি প্রয়োগ করছেন মাস্ক। নেতৃত্বেও আনছে নতুন পরিবর্তন।
সুত্র: জিও.টিভি
বিভি/ এসআই
মন্তব্য করুন: