ক্রোম ব্রাউজার দ্রুত আপডেটের তাগাদা দিলো গুগল

জিরো ডে নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়ার পর গত সপ্তাহে ব্রাউজারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে গুগল। নতুন সংস্করণেও চারটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়ায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজার হালনাগাদ করতে তাগাদা দিয়েছে গুগল।
তথ্যমতে, ক্রোম ব্রাউজারে সিভিই-২০২৩-৩২১৪, সিভিই-২০২৩-৩২১৫, সিভিই-২০২৩-৩২১৬ ও সিভিই-২০২৩-৩২১৭ নামের নিরাপত্তা ত্রুটির কথা জানা যায়। এর ফলে ব্রাউজারের যোগাযোগ পদ্ধতি, জাভা স্ক্রিপ্ট ইঞ্জিন ও ওয়েবএক্সআর কাজে লাগিয়ে বিভিন অপারেটিং সিস্টেমে সাইবার হামলা চালানোর সম্ভাবনা থেকে যায়।
ক্রোম ব্যবহারকারীদের সুরক্ষিত করতে উইন্ডোজের জন্য ১১৪.০.৫৭৩৫.১৩৩ এবং ম্যাক ও লিনাক্সের জন্য ১১৪.০.৫৭৩৫.১৩৩/১৩৪ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল।
ব্যবহারকারীদের দ্রুত ক্রোম আপডেটের তাগাদা দিয়েছে গুগল।
বিভি/ এসআই
মন্তব্য করুন: