• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হোয়াটসঅ্যাপে আসছে স্ক্রিন শেয়ারিং ফিচার

প্রকাশিত: ১৭:৫৬, ১৮ জুন ২০২৩

ফন্ট সাইজ
হোয়াটসঅ্যাপে আসছে স্ক্রিন শেয়ারিং ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে স্ক্রিন শেয়ারিং ফিচার। হোয়াটসঅ্যাপ ট্রেকার ওয়েবিটাইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, কিছু বেটা ভার্সনে নতুন এই ফিচারটি অবমুক্ত করা হয়েছে। শিগগিরই সবার জন্যই ফিচারটি উন্মুক্ত করা হবে।

জিও টিভির প্রতিবেদন বলছে, হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি টেস্ট ফ্লাইট বেটা প্রোগ্রামের মাধ্যমে কিছু বেটা ব্যবহারকারীর কাছে পৌঁছানো হয়েছে যার ভার্সন ২৩.১২.০.৭৪।

ফিচারটির মাধ্যমে যারা ভিডিও কলে থাকবে তারা স্ক্রিন শেয়ার করতে পারবে যার মাধ্যমে ব্যবহারকারীরা একে অপরের সাথে কোলাবোরেশনের মাধ্যামে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন।

যারা এই ফিচারের আওতায় আছেন তারা ভিডিও কলের সময় নিচের দিকে একটি আইকন দেখতে পারেন যার মাধ্যমে তারা ভিডিও স্ক্রিন শেয়ার করতে পারবেন। ভিডিও কলে থাকা অন্যারা নোটিফিকেশন পাবে।

ভিডিও কলে থাকা সবাই নিজেদের মতো করে ভিডিও কলটি নিয়ন্ত্রণ করতে পারবে, চাইলে কেটেও দিতে পারবে। এমনকি ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষে কনটেন্ট শেয়ার করবে ফিচারটি।

আইওএস ব্যবহারকারীরা যারা বেটা ভার্সন ডাউন করে ব্যবহার করছে শুধুমাত্র তারাই এই ফিচার দেখতে পাবে।

 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2