কানাডায় সংবাদ সংশ্লিষ্ট কনটেন্ট রাখবে না মেটা

রয়টার্সের খবরে বলা হয়েছে, কানাডার ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই দুই প্ল্যাটফর্মে সংবাদ শেয়ার করতে পারবেন না। মেটা কানাডায় সংবাদ শেয়ারিং ফিচার বন্ধ করতে যাচ্ছে।
কানাডা সরকার নতুন আইন করায় সংবাদের ফিচার বন্ধ করে দিতে যাচ্ছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মালিকানা প্রতিষ্ঠান মেটা।
মেটা জানিয়েছে, ’আমরা নিশ্চিত করছি যে, যেদিন থেকে অনলাইন নিউজ অ্যাক্ট কানাডায় কার্যকর হবে, ফেসবুক ও ইনস্টাগ্রামে সেদিন থেকে সংবাদ দেখা যাবে না।’
যেহেতু সংবাদমাধ্যমগুলোর কন্টেন্ট ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়, এসব সংবাদপ্রতিষ্ঠানকে তার মূল্য পরিশোধ করতে হবে এ মর্মে আইন করতে যাচ্ছে কানাডা সরকার। ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নামের আইনটি উচ্চকক্ষ সিনেটে বৃহস্পতিবার পাস হয়েছে। শুধু রাজকীয় অনুমোদনের অপেক্ষা। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়া একই রকম আইন করেছিল।
কানাডার সংবাদমাধ্যমগুলোর উপর্যুপরি অভিযোগের পর দেশটি এই আইন করার উদ্যোগ নেয়। সংবাদমাধ্যমগুলোর দাবি, তাদের কন্টেন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবসা করছে, অথচ সংবাদ তৈরি করছে যারা তারা কোনোভাবে লাভবান হতে পারছে না।
ফেসবুক ও ইনস্টাগ্রামের পাশাপাশি গুগলের প্ল্যাটফর্মগুলোতেও নতুন আইন একইভাবে কার্যকর হবে বলে জানা গেছে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: