• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেন যুদ্ধে হারলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে যুক্তরাষ্ট্র: মাইক পেন্স

প্রকাশিত: ১৫:৫৯, ৭ জুলাই ২০২৩

আপডেট: ১৬:০২, ৭ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
ইউক্রেন যুদ্ধে হারলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে যুক্তরাষ্ট্র: মাইক পেন্স

ছবি: ইউএসটুডে

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স বলেছেন, ইউক্রেনকে জেতাতে অবশ্যই সকল ধরনের সামরিক সহযোগিতা করতে হবে, ইউক্রেনের পরাজয়ে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

ইউএসটুডের খবরে বলা হয়েছে, হিউ হিউইট শোতে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে যুদ্ধের চেয়েও ভয়ংকর বলে অভিহিত করেন তিনি। রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন দেশের ভেতরে তীব্র বিভাজনের মুখোমুখি হচ্ছেন বলেও জানান তিনি। 

নির্বাচিত হলে পেন্স ইউক্রেনকে জয়ের জন্য যা কিছু দরকার তা দিয়ে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে যদি ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দখল করে নেন, তবে এটি খুব বেশি সময় লাগবে না, রাশিয়ান সামরিক বাহিনী একটি সীমান্ত অতিক্রম করার আগে যেখানে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের যোদ্ধাদের পাঠাতে হবে।’

সূত্র: ইউএসটুডে 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2