• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাশিয়া ও সিরিয়ার প্রথম রাত্রিকালীন যৌথ মহড়া

প্রকাশিত: ২২:০৪, ৩ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
রাশিয়া ও সিরিয়ার প্রথম রাত্রিকালীন যৌথ মহড়া

রাশিয়া ও সিরিয়া এই প্রথমবারের মতো রাত্রিকালীন যৌথ মহড়া চালিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবেলার লক্ষ্যে এই মহড়া চালানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-মায়াদিন টিভি চ্যানেল আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, তাদের বিমান বাহিনীর পাশাপাশি অ্যারোস্পেস ডিভিশন সিরিয়ার হামা প্রদেশে ঐ দেশটির সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে।

এতে সুখোই-২৪, সুখোই-৩৫ এবং কে-৫২ হেলিকপ্টারের সিরিয়ার সামরিক বাহিনীর পাশাপাশি কামান ইউনিট সক্রিয়ভাবে তৎপরতা চালায়।সিরিয়ার ভূখণ্ডে এখনও যেসব সন্ত্রাসী সংগঠন তৎপরতা চালাচ্ছে তাদেরকে ঘায়েল করার অংশ হিসেবে কিছু কল্পিত অবস্থান তৈরি করা হয় এবং সেগুলোতে বোমাবর্ষণ করা হয়।

গত মাসেও সিরিয়া ও রাশিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে। কিন্তু সেটা রাত্রিকালীন মহড়া ছিল না।সিরিয়ায় বড় ধরণের সন্ত্রাসী গোষ্ঠীগুলো অনেকটা নির্মূল হয়ে গেলেও এখনও কয়েকটি জঙ্গি গোষ্ঠী তৎপর রয়েছে। এসব সংগঠনের পেছনে আমেরিকার সমর্থন ও সহযোগিতা রয়েছে বলে সিরিয়ার সরকার অভিযোগ করে আসছে।

পার্সটুডে

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2