• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্রিকসে ইরানের সদস্যপদ প্রদানের সুবিধা সবাই ভোগ করবে: রায়িসি

প্রকাশিত: ১৫:৫২, ২৫ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
ব্রিকসে ইরানের সদস্যপদ প্রদানের সুবিধা সবাই ভোগ করবে: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ বাণিজ্য, জ্বালানি ও ট্রানজিটের ক্ষেত্রে ব্রিকস গ্রুপের সদস্য দেশগুলোর জন্য অনন্য সুযোগ প্রদানের প্রস্তাব করছে। রায়িসি বৃহস্পতিবার (২৫ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ‘ফ্রেন্ডস অব ব্রিকস’ শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এই প্রস্তাব করেন।  

তিনি উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই গ্রুপে ইরানকে পূর্ণাঙ্গ সদস্যপদ প্রদানের কথা উল্লেখ করে বলেন, এর ফলে ন্যায়ের ভিত্তিতে বৈশ্বিক উন্নয়নের পথ সুগম হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ব্রিকসে ইরানের সদস্যপদ প্রদানের সুবিধা নিঃসন্দেহে সবাই ভোগ করবে। এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এবং বিশ্বব্যাপী ন্যায়বিচার, সাম্য, নৈতিকতা ও টেকসই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নয়া দিগন্ত উন্মোচন করবে।

রায়িসি জোর দিয়ে বলেন, ইরানের পররাষ্ট্র নীতির মূলে রয়েছে স্বাধীনচেতা ও উন্নয়নশীল দেশগুলির সঙ্গে বহুপাক্ষিক সহযোগিতা, সর্বাধিক যোগাযোগ ও সংলাপ।  

রায়িসি বলেন, ইরানের অনন্য ট্রানজিট অবস্থান, বিস্তৃত জ্বালানী সম্পদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে উচ্চস্তরের দক্ষতার কারণে আমরা ব্রিকস সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে সহযোগিতা, যৌথ অর্থনৈতিক প্রকল্প এবং বিনিয়োগের জন্য আমাদের প্রস্তুতি ঘোষণা করছি।

তিনি ব্রিকসকে বৈশ্বিক সম্পর্কের পরিবর্তন ও রূপান্তরের প্রতীক হিসেবে বর্ণনা করেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্যা সমাধানে সাহায্য করতে পারে; বিশেষ করে এর কার্যকারিতার প্রতি বিশ্বব্যাপী আস্থা বৃদ্ধি পাচ্ছে বলে প্রেসিডেন্ট রায়িসি উল্লেখ করেন।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2