জি-২০ শীর্ষ সম্মেলন:
আকাশপথ নিরাপদ রাখতে যুদ্ধবিমান, অ্যান্টি-ড্রোন সিস্টেম মোতায়েন ভারতের

ভারতে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনকে সামনে রেখে ভারতীয় বিমান বাহিনী দিল্লি এবং আশেপাশের অঞ্চলে আকাশ সুরক্ষিত করার জন্য তার বিস্তৃত প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রন্টলাইন ফাইটার এয়ারক্রাফ্ট, রাডার, অ্যান্টি-ড্রোন সিস্টেম এবং সারফেস টু এয়ার মিসাইল মোতায়েন করছে।
সামরিক সূত্রকে উদ্ধৃত করে গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে। ভারতীয় বিমান বাহিনী ইতোমধ্যে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সিস্টেমের বিভিন্ন দিক সমন্বয় করার জন্য একটি ডেডিকেটেড অপারেশন ডিরেকশন সেন্টার ওডিসি স্থাপিত হয়েছে।
জি-২০’র বর্তমান সভাপতি হিসেবে ভারত ৯/১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করছে। সূত্রে প্রকাশ, দিল্লির আকাশসীমা এবং ভারতের অভ্যন্তরে বিভিন্ন নেতার ফ্লাইট রুটগুলোকে সুরক্ষিত করার জন্য যে বিমানগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তার মধ্যে রয়েছে রাফায়েল, মিরাজ-২০০০ এবং সুখোই-৩০এমকেআই। সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ভারতীয় বিমান বাহিনী তার পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং জম্মু-কাশ্মীরের সমস্ত বিমানবন্দরকে তৈরি রেখেছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন এজেন্সির সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
এই সম্মেলনে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন,কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ কিছু বড় দেশের রাষ্ট্রপ্রধানরা দিল্লিতে আসবেন। যার ফলে গোটা দিল্লি হাই অ্যালার্টে থাকবে। নিরাপত্তার জন্য কমপক্ষে ১.৩০ লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে।
বিশ্বমানের এই সম্মেলন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। দিল্লি পুলিশ প্রধানত নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রধান নোডাল সংস্থা। নিরাপত্তার জন্য আধাসামরিক বাহিনীর সেনাদের মোতায়েন করা হচ্ছে। সূত্রের খবর, নিরাপত্তার জন্য সিআরপিএফ বাহিনীর পঞ্চাশটি দল প্রস্তুত করা হয়েছে, যাতে কমপক্ষে ১ হাজার জওয়ান থাকবে। এ ছাড়া ৩০০টি বুলেটপ্রুফ গাড়িও প্রস্তুত করা হচ্ছে।
সুত্র: পার্সটুডে
বিভি/ এসআই
মন্তব্য করুন: