প্রস্তুত রাশিয়ার পারমাণবিক মিসাইল “শয়তান২”

ছবি: east2west news
খবর আল-জাজিরা ও নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যে কোন জায়গায় আঘাত হানতে সক্ষম পরমাণু ক্ষমতা সম্পন্ন মিসাইল প্রস্তুত রেখেছে রাশিয়া। শুক্রবার (১ সেপ্টেম্বর) এক ঘোষণায় মস্কো এ কথা বলেছে।
ক্ষেপণাস্ত্রটির নাম সারমাট বা শয়তান২ যেটিকে রাশিয়ার সুপারওয়েপন হিসাবে বিবেচনা করা হয়। পরমাণু ক্ষমতা সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি ২০১৮ সালে তৈরি করা হয়েছে যা ২০২২ সালে মোতায়েন করার কথা ছিল।
রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বোরিসভ বলেছেন, ‘কৌশলগত সারমাট ক্ষেপণাস্ত্রকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে।’
ক্ষেপণাস্ত্রটি বিশ্বের যেকোনো স্থানে একসঙ্গে ১০ থেকে ১৫টি পারমাণবিক ওয়ারহেড সমন্বিত ১০ টন পেলোড বহন করার ক্ষমতা রাখে যার রেঞ্জ ৬২০০ থেকে ১১,৮০০ মাইলের মধ্যে।
সারমাট বা শয়তান২ এর কোন প্রতিদ্বন্দ্বী নেই বলে জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিন।
বিভি/ এসআই
মন্তব্য করুন: