পুতিনই প্রিগোজিনকে হত্যা করেছেন মন্তব্য জেলেনস্কির: রয়টার্স

রয়টার্স বলছে, ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জেলেনস্কি বলেন, সত্য হলো— পুতিন প্রিগোজিনকে হত্যা করেছেন। অন্তত তাদের কাছে এ তথ্যই আছে। অন্য কোনো তথ্য নেই। আর বাস্তব বিষয় হলো তিনি দুর্বল।
প্রিগোজিনের মৃত্যুর পেছনে পুতিনের হাত রয়েছে, জেলেনস্কি এমন দাবি করলেও তিনি তার বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ হাজির করেননি।
ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ দুর্ঘটনার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখবে। প্রিগোজিনকে হত্যার নির্দেশ পুতিন দিয়েছিলেন বলে যে কথা বলা হচ্ছে, তাকে ডাহা মিথ্যা হিসেবে অভিহিত করেছে ক্রেমলিন।
বিভি/ এসআই
মন্তব্য করুন: