জেলেনস্কিকে মার্কিন প্রতিনিধি পরিষদে ভাষণ দিতে দেবেন না স্পিকার

মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন প্রতিনিধি পরিষদে ভাষণ দিতে দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার কেভিন ম্যাকার্থি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জেলেনস্কি ক্যাপিটল হিল পরিদর্শন করবেন বলে কথা রয়েছে। এই ভাষণে তিনি ইউক্রেনকে আরো অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা দেয়ার আহ্বান জানাবেন বলে পরিকল্পনা করেছিলেন।
নিউ ইয়র্ক টাইমস বলছে, কেভিন ম্যাকার্থি প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভাষণ দেয়ার সুযোগ না দিয়ে বরং তার সঙ্গে ব্যক্তিগত বৈঠক করবেন। এছাড়া, যে সমস্ত সদস্য জেলেনস্কির বক্তব্য শুনতে চান তারা সিনেট আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকা সফরে যান এবং তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেন।
এই ভাষণে তিনি ইউক্রেনের জন্য সমর্থন অব্যাহত রাখতে মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। মার্কিন সরকার নতুন করে ইউক্রেনকে দুই হাজার চারশ কোটি ডলারের সামরিক ও মানবিক সহায়তা দেয়ার অনুমোদন দিলেও রিপাবলিকানরা আস্তে আস্তে এই সমর্থন দেয়া থেকে সরে আসছে।
মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে। অন্যদিকে, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের।
বিভি/ এসআই
মন্তব্য করুন: