নিজেকে তরুণ রাখতে বছরে খরচ ২৩ কোটি, নিজের ছেলের সঙ্গে রক্ত বদল

ছবি: ব্রায়ান জনসন
নিজেকে চিরতরুণ রাখতে বছরে প্রায় ২৩ কোটি টাকা খরচ করেন মার্কিন ধনকুবের ব্রায়ান জনসন। টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রায়ান বলেন, আমি নিজেকে ১৮ বছর বয়সে ফিরিয়ে নিয়ে যেতে চাই। এ কারণে আমাকে নানান রকম শারীরিদক পরীক্ষা-নিরীক্ষার ভেতর দিয়ে যেতে হচ্ছে । এ ছাড়া প্রতিদিন ১১১টি ওষুধ খেতে হয়।
ব্রায়ান জনসন বলেন, তরুণ হওয়ার জন্য শারীরিক অগ্রগতি পর্যবেক্ষণে তিনি শরীরে বিভিন্ন যন্ত্র ব্যবহার করেন। মাথায় বিশেষ একটি বেসবল ক্যাপ পরেন, যা তাঁর মাথার ত্বকে লাল আলো দেয়।
ব্রায়ান বলেন, তার লক্ষ্য তাঁর পুরো শরীরকে বয়সরোধী অ্যালগরিদমে পরিণত করা যেন ৪৬ বছর বয়সী শরীর ১৮ বছর বয়সী তরুণের শরীরের মতো কাজ করে। ১৮ বছর বয়সে শরীরকে ফিরিয়ে নিয়ে যেতে নিজের কিশোর ছেলের সঙ্গে রক্তও বদল করেছেন ব্রায়ান।
তিনি সকাল শুরু করেন কোলাজেন, স্পার্মিডিন ও ক্রিয়েটিনের উপাদানসমৃদ্ধ স্মুদি ফরচুন সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ বছর বয়সে শরীরকে ফিরিয়ে নিয়ে যেতে নিজের কিশোর ছেলের সঙ্গে রক্তও বদল করেছেন ব্রায়ান। দিনে শতাধিক ওষুধ খান তিনি।
প্রতিদিন শরীরের চর্বি পরীক্ষা ও রুটিন এমআরআই করার জন্য ৩০ জন চিকিৎসকের একটি বিশেষজ্ঞ দল আছে তাঁর। তিনি সকাল শুরু করেন কোলাজেন, স্পার্মিডিন ও ক্রিয়েটিনের উপাদানসমৃদ্ধ স্মুদি দিয়ে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: