ইরাকে বিয়ের অনুষ্ঠানে খাদ্যে বিষ প্রয়োগ: অর্ধ-শতাধিক হাসপাতালে

ছবি: পার্স টুডে
কিরকুক প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে অর্ধ-শতাধিক অতিথি খাদ্যে বিষ প্রয়োগের শিকার হয়েছে। ইরাকি মিডিয়া ডব্লিউএএ আরও জানিয়েছে বিষে আক্রান্ত অতিথিদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উত্তর ইরাকের কিরকুক প্রদেশের আল-হুয়াইজা শহরে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে খাদ্যে বিষ প্রয়োগরে ওই ঘটনা ঘটে। কিরকুক প্রদেশের স্বাস্থ্য বিভাগ ওই বিয়ের অনুষ্ঠানে খাবারে বিষক্রিয়ার অন্তত ৫০টি ঘটনা নিশ্চিত করেছে। এই খবর প্রকাশের ঘণ্টাখানেক পর কিরকুক প্রাদেশিক পুলিশ বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা ২৬২ বলে জানিয়েছে।
গত মঙ্গলবারও ইরাকের নিনেভা প্রদেশের আল-হামদানিয়েহ শহরে একটি বিয়ের হলে আগুন লাগার ঘটনায় ৪৫০ জন হতাহত হয়েছে। কোনো কোনো সূত্র ১২০ জন নিহত এবং ৩ শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে। বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনার মাত্র ১ দিনের মাথায় আবারও খাবারে বিষ প্রয়োগের ঘটনা ঘটলো।
বিভি/ এসআই
মন্তব্য করুন: