বিরল বজ্রপাতের সাক্ষী হলো পবিত্র মক্কা নগরী

বিরল এক বজ্রপাতের দৃশ্য দেখা গেলো। পবিত্র মক্কা নগরীর ক্লক টাওয়ারে সেই বিরল দৃশ্যটি সামাজিক মাধ্যামে ছড়িয়ে পড়েছে। গণমাধ্যম আলআরাবিয়া বলছে, ভিডিওটি ধারণ করেছেন ফটোগ্রাফার মোহাম্মদ আল-হুদালি।
বুধবার সৌদি আরবের মক্কায় ভারী বৃষ্টিপাত হয়েছে। সেদিন দেশটির ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি সতর্কবার্তা ‘রেড এ্যলার্ট’ জারি করে। বৃহস্পতিবারও সেখানে ভারী বৃষ্টি হয়েছে তবে এদিন ‘হলুদ সতর্কতা’ জারি করেছিল দেশটি। বজ্রপাতের ভিডিওটি আল-হুদালি বুধবার সন্ধ্যায় ভিডিওটি ধারণ করেন।
لحظة تعرض قمة برج الساعة بمكة لصاعقة برق قوية.⚡️
— عبدالعزيز الحربي (@azoovic) September 27, 2023
تصويري? @azoovic#مكه_الان #مكة_المكرمة#امطار_مكه #برج_الساعة pic.twitter.com/ZiANUbEFg3
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্য ভিডিওতে দেখা গেছে এদিন বৃষ্টির মধ্যে কাবা শরিফে নামাজ আদায় করছেন মুসল্লিরা।
বিভি/ এসআই
মন্তব্য করুন: