• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সন্ত্রাসীরা কখনো সফল হতে পারবে না: এরদোগান

প্রকাশিত: ১২:৪১, ২ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
সন্ত্রাসীরা কখনো সফল হতে পারবে না: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশে সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত থাকবে এবং যেসব সন্ত্রাসী দেশের শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টা করছে তারা কখনো সফল হতে পারবে না।

গতকাল (রোববার) নতুন সংসদীয় বছরের প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন। এ দিনই তুর্কি পার্লামেন্টের বাইরে সন্ত্রাসীদের বোমা হামলায় দুই পুলিশ আহত হয়।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্কের জনগণ গত ৪০ বছর ধরে সন্ত্রাসবাদের কারণে জীবন ও সম্পদ দিয়ে যে চরম মূল্য দিয়েছে তার অনেকটাই সমাধান হয়েছে। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঐক্য ও সংহতি জোরদার হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এরদোগান আরো বলেন, "আমরা কখনো সন্ত্রাসীদেরকে সরাসরি তুরস্কের রাজনীতি করতে দেবো না।" তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, সন্ত্রাসীদের একজনও দেশের ভেতরে বা বাইরে তৎপর থাকা পর্যন্ত সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত থাকবে।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2