• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জোসেপ বোরেলের মন্তব্য

আমেরিকাকে ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পাশে থাকবে

প্রকাশিত: ১১:০৭, ৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
আমেরিকাকে ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পাশে থাকবে

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, যুদ্ধ কবলিত ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সামরিক সহায়তা মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে না। গতকাল (রোববার) ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

জোসেপ বোরেল বলেন, ব্রাসেলস বরং পরিকল্পনা করছে যে, ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়ন সামরিক সহযোগিতা অব্যাহত রাখবে এবং তা বাড়াবে।

মার্কিন কংগ্রেস তাদের স্বল্পমেয়াদী বাজেটে ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য কোনো অর্থ বরাদ্দ রাখেনি। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া কী তা জানতে চাইলে জোসেপ বোরেল সাংবাদিকদের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, "আমরা আমেরিকার জন্য অপেক্ষা করিনি বরং আমরা ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়াবো।"

তিনি আরো বলেন, মার্কিন আইন প্রণেতারা স্বল্পকালীন বাজেটে ইউক্রেনকে অর্থ সহায়তা না দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেজন্য ইউরোপীয় ইউনিয়ন দুঃখ প্রকাশ করছে।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2