মিসরে ইসরায়েলি পর্যটক বাসে গুলি, নিহত ৩

ছবি: সংগৃহীত
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের স্থানীয় সময় রবিবার (৮ অক্টোবর) সকালে ইসরায়েলি পর্যটকদের একটি বাসে হামলা হয়েছে। হামলায় গুলিবিদ্ধ হয়ে দুই ইসরাইলি নাগরিক ও তাদের মিসরীয় গাইড নিহত হয়েছেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের বিবৃতিতে জানিয়েছে, মিসরের আলেকজান্দ্রিয়া শহরে দুই ইসরাইলি পর্যটক ও তাদের মিসরীয় গাইডকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে হতাহতের বিষয়টি মিসরীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
বেসরকারি এক্সট্রা নিউজ টিভি চ্যানেল জানিয়েছে, হামলাকারীকে ঘটনাস্থলে আটক করা হয়েছে বলে একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হামলার পরের ফুটেজে দেখা গেছে, একটি প্রত্নতাত্ত্বিক স্থানে অন্তত দুজন মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে।
হামাস দক্ষিণ ইসরাইলে আক্রমণ শুরু করার একদিন পর মিসরে হামলার এ ঘটনা ঘটল। শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছোড়ে হামাস। হামলায় এ পর্যন্ত ৬০০ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া প্রায় দুই হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিভি/ এসআই
মন্তব্য করুন: