• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজা-ইসরাইল যুদ্ধ

বেসামরিক জনগণের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

প্রকাশিত: ২৩:০৮, ২ নভেম্বর ২০২৩

আপডেট: ২৩:০৯, ২ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বেসামরিক জনগণের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছেন আমেরিকার অস্কার বিজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

তিনি গাজা উপত্যকার মানুষদেরকে ‘ফাঁদে আটকে পড়া’ লোকজন উল্লেখ করে বলেন, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই তাদের ওপর ইচ্ছাকৃতভাবে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল।

অ্যাঞ্জেলিনা জোলি বর্তমানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার হিসেবে কাজ করছেন। তিনি বলেন, গাজা প্রায় দুই দশক ধরে উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে।

জোলি আরো বলেন, "নারী ও শিশুসহ লাখ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে তাদের পরিবারশুদ্ধ সম্মিলিতভাবে শাস্তি দেয়া হচ্ছে এবং তাদের সাথে মারাত্মক রকমের অমানবিক আচরণ করা হচ্ছে।” তিনি যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করা বিশ্ব নেতাদের "এই অপরাধে জড়িত" বলে অভিযুক্ত করেন।

হামাসের ৭ অক্টোবরের হামলার সমালোচনা করলেও জোলি বলেন, "বেসামরিক জনগণের ওপর বোমা হামলা এবং নিরীহ প্রাণ হারিয়ে যাওয়াকে তিনি ন্যায্যতা দিতে পারে না।"

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2