• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজা মিডিয়া অফিসের তথ্য

ইসরায়েলি আগ্রাসনে মারা গেছেন ৪৬ জন সাংবাদিক

প্রকাশিত: ১৪:৫৯, ৫ নভেম্বর ২০২৩

আপডেট: ১৫:৫৮, ৫ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ইসরায়েলি আগ্রাসনে মারা গেছেন ৪৬ জন সাংবাদিক

ছবি: পার্স টুডে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরায়েল বাহিনীর বর্বর আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। ১৯৯২ সালে ইসরায়েলি আগ্রাসনের ফিলিস্তিনের যে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছিলেন তার চেয়ে এবার বেশি সাংবাদিক মারা গেছেন।

১৯৯২ সালে ইসরায়েলি আগ্রাসনে ৩৭ জন সাংবাদিক নিহত হয়েছিলেন। গতকাল (শনিবার) এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, বেশিরভাগ সাংবাদিক নিহত হয়েছেন ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায়।

তবে অনেকেই নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর বিমান হামলায়। অনেক সাংবাদিকের বাড়ির ওপর বোমা বর্ষণ করেছে বর্ণবাদী সেনারা।নিহত সাংবাদিকদের পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে গাজার মিডিয়া অফিস। ইসরায়েলি আগ্রাসনের মধ্যেও মাতৃভূমি এবং ফিলিস্তিন জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে এসব সাংবাদিক জীবন দিয়ে বিরাট অবদান রেখেছেন বলে মিডিয়া অফিসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, নিহত সাংবাদিকরা সবাই সত্যকে রক্ষার জন্য জীবন দিয়েছেন।গত সাত অক্টোবর ইসরায়েল অবরুদ্ধ গাজার ওপর নজিরবিহীন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।

এই বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ৯,৫৭২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।

সুত্র: পার্সটুডে

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2